হযরত আইউব আলাইহিস সালাম-পার্ট ১

হযরত আইউব আলাইহিস সালাম হযরত ইয়াকুব আলাইহিস সালাম এর জ্যেষ্ঠ ভাই ইস বা আইস-এর বংশধর ছিলেন। ইসে্র পিতা ছিলেন হযরত ইসহাক আলাইহিস সালাম এবং তিনি হযরত ইবরাহিম আলাইহিস সালাম এর পুত্র ছিলেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম এর পুত্র ফ্রাহিমের এক কন্যার নাম ছিল রাহীমা । রহিমার সাথে হযরত আইউব আলাইহিস সালাম এর বিবাহ হয়েছিল। হযরত আইউব আলাইহিস সালাম একদিকে যেমন আল্লাহর নবি ও রাসূল ছিলেন, অন্যদিকে তিনি একটি বিশাল রাজ্যের বাদশাহও ছিলেন। তাঁর ধন-সম্পদ ও বিষয় বৈভব ছিল ধারণাতীত।নবী সুলভ আখলাকের জন্যই তিনি সবসময় আল্লাহর ইবাদাতে মশগুল থাকতেন। দিন ও রাতের অধিকাংশ সময় তিনি মহান আল্লাহ পাকের ইবাদাত করে সময় কাটাতেন। হযরত ইবরাহিম আলাইহিস সালাম নবীর ধর্মীয় আদেশ ও বিধি-বিধান তিনি প্রচার করতেন। হযরত আইউব আলাইহিস সালাম ছবরকারী নবীগনের মধ্যে শীর্ষস্থানীয় এবং অনন্য দৃষ্টান্ত ছিলেন। হযরত আইউব আলাইহিস সালাম এর নামে বিভিন্ন তাফসীর বিশারদগন যে সমস্ত ঘটনা বর্ণনা করে গেছেন সেগুলোয় ভিত্তি খুবই দুর্বল। আমি কিছু সে ধরণের ঘটনা এই লেখায় নিয়ে আসব। কিন্তু এগুলো বিশ্বাসযোগ্য নয়। পাপীষ্ঠ ইবলিস তাঁর একনিষ্ঠ ইবাদাতে এবং ধর...