হযরত শোয়াইব (আঃ) এর জীবনী (শেষ পর্ব)

আহলে মাদইয়ানের উপর আপতিত গযবের বিবরণঃ

হযরত শোয়াইব (আঃ) এর শত উপদেশ উপেক্ষা করে যখন কওমের লোকেরা তাদের অন্যায় কাজসমূহ চালিয়েই যেতে থাকল এবং নবী ও তাঁর অনুসারিদেরকে জনপদ থেকে বের করে দেওয়ার ও হত্যা করে ফেলার হুমকি দিল তখন হযরত শোয়াইব (আঃ) বিষয়টি আল্লাহর উপরে ছেড়ে দিলেন এবং কওমের লোকেদের বললেন ,
"তোমরা এখন আযাবের অপেক্ষায় থাক। আমিও তোমাদের সাথে অপেক্ষায় রইলাম।"(সূরা-হূদ-৯৩)।

এদিকে আল্লাহ তায়ালা স্বীয় চিরন্তন বিধান অনুযায়ী শোয়াইব (আঃ) ও তাঁর ইমানদার সাথীগনকে উক্ত জনপদ হতে অন্যত্র নিরাপদে সরিয়ে নিলেন। অতঃপর জিব্‌রাইল (আঃ) এর এক গগনবিদারি নিনাদে অবাধ্য কওম এর সকলে ধ্বংস হয়ে গেল।
 এ সম্পর্কে মহান আল্লাহ্‌ তায়ালা বলেন,
"অতঃপর যখন আমার আদেশ এসে গেল, তখন আমি শোয়াইব ও তাঁর ইমানদার সাথীগনকে নিজ অনুগ্রহে রক্ষা করলাম। আর পাপিষ্ঠদের উপর বিকট গর্জন আপতিত হ'ল। ফলে তারা নিজেদের ঘরে উপুড় হয়ে মরে পড়ে রইল । (তারা এমনভাবে নিশ্চিহ্ন হ'ল) যেন তারা কখনোই সেখানে বসবাস করেনি । সাবধান! ছামূদ জাতির উপর অভিসম্পাদের ন্যায় মাদইয়ানবাসীর উপরেও অভিসম্পাদ"(সূরা-হূদ, ৯৪-৯৫)। যদিও তারা দুনিয়াতে মযবুত ও নিরাপদ অট্টালিকায় বাস করত। 

আছহাবে মাদইয়ানের উপরে গযবের ব্যাপারে কোরআনে      ظلة   ,  رجفة   ও  صيحة এই তিনধরনের শব্দ ব্যবহ্রত হয়েছে। যার অর্থ বিকট নিনাদ, মেঘাচ্ছন্ন আকাশ ও ভূমিকম্প ।
আব্দুল্লাহ ইবনে আমর (রাঃ) বলেন, আহলে মাদইয়ানের উপর প্রথম ৭ দিন এমন ভীষণ গরম চাপিয়ে দেয়া হয় যে, তারা দহন জ্বালায় ছটফট করতে থাকে। অতঃপর আল্লাহ তায়ালা একটি ঘন কালো মেঘমালা পাঠিয়ে দিলেন, যার নিচ দিয়ে শীতল বায়ূ প্রবাহিত হচ্ছিল। তখন কওমের লোকেরা উর্ধ্বশ্বাসে সেখানে দৌড়ে এল। এভাবে সবাই জমা হবার পর হঠাৎ ভূমিকম্প শূরু হল এবং মেঘমালা হ'তে শুরু হল অগ্নিবৃষ্টি । তাতে মানুষ সব পোকামাকড় এর মত পুড়ে ছাই হতে লাগল।
 ইবনু আব্বাস (রাঃ) ও মোহাম্মাদ বিন কা'ব আল কুরাযী (রহঃ) বলেন- অতঃপর তাদের উপর নেমে আসে এক বজ্রনিনাদ। যাতে সব মরে নিশ্চিহ্ন হয়ে গেল।
মক্কা থেকে সিরিয়া যাওয়ার পথে এসব ধ্বংসস্থল নযরে পড়ে।
রাসুলুল্লাহ্‌ (সাঃ) যখন এসব স্থান অতিক্রম করতেন, তখন আল্লাহর ভয়ে ভীত হয়ে পড়তেন এবং সওয়ারীকে দ্রুত হাকিয়ে নিয়ে স্থান অতিক্রম করতেন।
আল্লাহ আমাদেরকে এই সমস্থ ঘটনা থেকে শিক্ষা নেওয়ার তওফিক দান করুক । আমিন।

Comments

  1. জাযা'কাল্লাহু

    ReplyDelete
  2. নিজেদেরকে পরিশুদ্ধ করার জন্য, আমাদের সকল নবী ও রাসূলগনের জীবনি পাঠ করা একান্তই জরুরী....

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

হযরত শোয়াইব (আঃ) এর জীবনী (পর্ব-১)

হযরত শোয়াইব (আঃ) এর জীবনী (পর্ব-২)