দুনিয়া ও আখেরাতের যাবতীয় প্রয়োজনে কার কাছে সাহায্য চাইবেন।


 
আল্লাহ তাআলা বলেন --"হে মানুষ ! তোমরা সকলেই আল্লাহর মুখাপেক্ষী, আর আল্লাহ তিনি অমুখাপেক্ষী ও প্রশংসিত ।"--সূরা ফাতিরঃ ১৫ ।


১। রাসূলুল্লাহ (সাঃ) বলেছেন, "তোমরা আল্লাহর নিকট তাঁর অনুগ্রহ চাও । কেননা তিনি তাঁর কাছে কোন কিছু চাওয়াকে ভালবাসেন ।"-তিরমিযি ।

 মানুষের জন্মলগ্ন থেকে জীবনের শেষ সময় পর্যন্ত সকল মানুষ আল্লাহ তাআলার মুখাপেক্ষী।
আল্লাহ তায়ালার রহমত ও দয়ায় দুনিয়াতে বেচে থাকে। আল্লাহর নবী (সা:) তাই  দুনিয়া ও আখিরাতের সমস্ত কিছু আল্লাহর কাছে চাইতে শিখিয়েছেন।

 ২। হযরত আনাস (রাঃ) বলেন, রাসূলুল্লাহ (সাঃ) বলেছেন, "তোমাদের প্রত্যকেই যেন আপন রবের নিকট যাবতীয় প্রয়োজন ভিক্ষা করে, এমনকি যখন তার জুতার দোয়ালী ছিড়ে যায়, তাও ভিক্ষা করে, এমনকি নিমকও । " -তিরমিযি  ।

৩। হযরত ইবনে মাসউদ (রাঃ) হতে বর্নিত, রাসূলুল্লাহ (সাঃ) বলেছেন, "অভাব অনটন যার কাছে পৌঁছে, সে যদি সমাধান মানুষের কাছে চায়, তা হলে তার এ অভাব দূর হবে না। আর যে ব্যাক্তি তাঁর অভাব সম্পর্কে আল্লাহর স্বরনাপন্ন হয়, তা হলে শীঘ্রই হোক আর বিলম্বেই হোক আল্লাহ তাকে রিযিক প্রদান করবেন-ই ।" -আবু দাউদ ও তিরমিযী ।

 

Comments

Popular posts from this blog

হযরত শোয়াইব (আঃ) এর জীবনী (পর্ব-১)

হযরত শোয়াইব (আঃ) এর জীবনী (পর্ব-২)

হযরত শোয়াইব (আঃ) এর জীবনী (শেষ পর্ব)